Skip to main content
 

আমাদের কথা

                                                        নেত্রকোণা

নিজ জেলা সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যেমন জরুরি তেমন কিছু তথ্য আমাদের চমকিত করে। আসুন এখন আমরা নেত্রকোণা জেলার ইতিহাস সম্পর্কে জানি।

নেত্রকোণার জেলার সংক্ষিপ্ত ইতিহাসঃ

নেত্রকোণা নামটি এসেছে নাটোরকোনা নামক গ্রামের নাম থেকে। গ্রামটির অবস্থান নেত্রকোণা জেলা শহরের উত্তরে। ‘পাগলপন্থী বিদ্রোহ’ দমন করার উদ্দেশ্যে সপ্তদশ শতকের শেষভাগে ইংরেজ সরকার নাটেরকোনা নামক স্থানে প্রশাসনিক কেন্দ্র স্থাপন করেছিল যেখান থেকে সকল কার্যক্রম পরিচালিত হত।  অবশ্য পরবর্তীতে নৌযোগাযোগের সুবিধার্থে ও পাগলপন্থীদের আক্রমণ থেকে রক্ষা পেতে নাটেরকোনা থেকে প্রশাসনিক কার্যক্রম কালীগঞ্জে স্থানান্তর করা হয়। কিন্তু ইংরেজ সরকারের প্রশাসনিক দলিল আদানপ্রদান চলতে থাকে নাটেরকোনা নামেই। ইংরেজদের মাধ্যমে ধ্বনি পরিবর্তনের ফলশ্রুতিতে নাটেরকোনা > নেতেরকোনা > নেতরকোনা > নেত্রকোণা রুপ লাভ করে। নেত্রকোণার নামকরণ সম্পর্কে প্রচলিত আরেকটি জনশ্রুতি হল, নেত্রকোণা শহরের মধ্য দিয়ে প্রবাহিত মগড়া নদীর বাক চোখের বা নেত্রের কোনের মত বলে এই জায়গার নামকরণ হয়েছে নেত্রকোণা। ব্রিটিশ শাসনামলে ১৮৮২ খ্রিষ্টাব্দের ০৩ জানুয়ারী থেকে নেত্রকোণা মহকুমার কাজ শুরু হয় এবং তা ১৯৮৪ সালের ১৭ই জানুয়ারী নেত্রকোণা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়।

নেত্রকোণা জেলা ও দায়রা জজ আদালতঃ

জেলা ও দায়রা জজ আদালত, নেত্রকোণা ১৯৮৪ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। প্রথম জেলা জজ ছিলেন মোঃ আব্দুল জলিল যিনি ০১/০৯/১৯৮৪ খ্রিষ্টাব্দে অত্রাদালতে যোগদান করেন। শুরুতে  নেত্রকোণা জেলা ও দায়রা জজ আদালতের কার্যক্রম পরিচালিত হত নেত্রকোণার মোক্তারপাড়া এলাকায় অবস্থিত পুরাতন কোর্ট ভবনে। বিচারপ্রার্থীদের যাতায়াতের সুবিধার্থে উক্ত কোর্টভবনের নিকটে একটি পুরাতন রেল স্টেশন আছে যা কোর্ট স্টেশন নামে পরিচিত। বর্তমানে নেত্রকোণা জেলা ও দায়রা জজ আদালতের কার্যক্রম নেত্রকোণা শহরের জয়নগর এলাকায় প্রতিষ্ঠিত নতুন ভবনে ১০/১১/১৯৯২ খ্রিষ্টাব্দ হতে পরিচালিত হচ্ছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, নেত্রকোণাঃ

নেত্রকোণার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২৭/০৩/২০১৪ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১২/০৭/২০১৬ খ্রিষ্টাব্দে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর প্রথম বিচারক হিসেবে জনাব ডঃ এ কে এম আবুল কাশেম ১২/০৭/২০১৬ খ্রিষ্টাব্দে যোগদান করেন।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নেত্রকোণাঃ

বিচার বিভাগ পৃথকীকরণের পর ০১ লা নভেম্বর ২০০৭ খ্রিষ্টাব্দে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নেত্রকোণা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালে নেত্রকোণার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন জনাব মোঃ গোলাম কিবরিয়া। বর্তমানে মোট ১২ টি বিচারিক ম্যাজিস্ট্রেট এর পদ রয়েছে। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নেত্রকোণার নিজস্ব কোন ভবন না থাকায় বর্তমানে জেলা ও দায়রা জজ আদালতেই এই আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, নেত্রকোণাঃ

প্রায় ২৪,০০০ মামলা নিয়ে ১৪/০৮/২০১৩ খ্রিষ্টাব্দে প্রজ্ঞাপনের মাধ্যমে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল নেত্রকোণা প্রতিষ্ঠিত হলেও তখন যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক তার দায়িত্বের অতিরিক্ত হিসেবে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারকের দ্বায়িত্ব পালন করতেন। পরবর্তীতে ০৯/০২/২০১৬ খ্রিষ্টাব্দে নেত্রকোণা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের প্রথম বিচারক হিসেবে জনাব কামাল হোসেন দায়িত্ব পালন করেন। 

চৌকি আদালতঃ

নেত্রকোণা জেলার সব বিচারপ্রার্থীরা যাতে সমান সেবা পেতে পারেন এই উদ্দেশ্যে ব্রিটিশ আমলেই ১৯৪৩ খ্রিষ্টাব্দে নেত্রকোণার দূর্গাপুর উপজেলায় একটি চৌকি আদালত প্রতিষ্ঠা করা হয়। ইতিহাস সম্মৃদ্ধ এই দূর্গাপুর চৌকি আদালতের প্রথম বিচারক ছিলেন জনাব নগেশ চক্রবর্তী যিনি সিনিয়র মুন্সেফ হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে সেখানে দূর্গাপুর সিনিয়র সহকারী জজ আদালত ও কলমাকান্দা সহকারী জজ আদালত এবং দুর্গাপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নামীয় মোট ০৩ টি চৌকি আদালত পরিচালিত হচ্ছে।

নেত্রকোণা জেলা আইনজীবি সমিতিঃ

নেত্রকোণা জেলা আইনজীবি সমিতি একটি ঐতিহ্যবাহী এবং সম্মৃদ্ধ বার। ১৮৮৭ খ্রিষ্টাব্দে নেত্রকোণা মহকুমা আইনজীবি সমিতি প্রতিষ্ঠার মাধ্যমে নেত্রকোণা জেলা আইনজীবি সমিতির পথচলা শুরু হয়। পরবর্তীতে ১৯৮৪ খ্রিষ্টাব্দে নেত্রকোণা জেলা আইনজীবি সমিতি আত্মপ্রকাশ করে। জেলা আইনজীবি সমিতির প্রথম সভাপতি ছিলেন জনাব এ, কে, এম ফজলুল কাদের এবং প্রথম সাধারণ সম্পাদক ছিলেন এ, কে, এম মোজাম্মেল হক। জেলা আইনজীবি সমিতির বর্তমান সভাপতি জনান ইফতেখার উদ্দিন আহমেদ মাসুদঃ এবং বর্তমান সাধারণ সম্পাদক জনাব মোঃ আবুল হাসেম। নেত্রকোণা জেলা আইনজীবি সমিতির কার্যক্রম প্রাথমিকভাবে একটি টিনশেড ভবনে শুরু হলেও বর্তমানে একটি অত্যাধুনিক ভবনে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।  

                    সংকলনে

০১। জনাব শাহাদাত হোসেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

০২। জনাব রিমি সাহা, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

০৩। জনাব সুদীপ্ত তালুকদার, সহকারী জজ

০৪। জনাব মোঃ হামিদুল ইসলাম, সহকারী জজ