জেলা ও দায়রা জজ
জনাব মো: শাহজাহন কবির
সিনিয়র জেলা ও দায়রা জজ, নেত্রকোণা
জনাব মো: শাহজাহান কবির এর সংক্ষিপ্ত জীবন পরিচিতি
শৈশব:
বাংলার বারো ভূঁইয়াদের অন্যতম রাজা বসন্ত রায়ের শাসন আমলের প্রাচীন যশোহর রাজ্যের রাজধানী, বঙ্গোপসাগরের আঁচল ছোয়া সুন্দরবন ও কবি মাইকেল মধুসূধন দত্ত এর স্মৃতি বিজরিত কপোতাক্ষ নদ এর কূল বিধৌত সাতক্ষীরা জেলার বসন্তপুর গ্রামে ১৯৭০ সালের ১লা এপ্রিল বুধবার (বাংলা ১৩৭৭ সনের চৈত্র মাসের ১৮ তারিখ) বসন্তকালের এক সুন্দরতম দিনে পৃথিবীর বুকে আগমন করেন নেত্রকোণা বিচার বিভাগের কর্ণধার, ন্যায় বিচারের প্রতীক, সকলের প্রিয় ও শ্রদ্ধাভাজন জনাব মো: শাহজাহান কবির। সেদিন কোকিলের কুহু কুহু ধ্বনিও হার মেনেছিল ছোট্ট শিশুর সেই মুখরিত কান্নার মধুর আওয়াজের কাছে। আনন্দের বন্যায় ভেসেছিলেন পিতা ইশতিয়াক আলী ও মাতা মালেকা খাতুনসহ পরিবারের সকল আত্মীয়-স্বজন।
শিক্ষাজীবন:
তিনি ১৯৮৫ সালে ‘নলতা উচ্চ বিদ্যালয়’ হতে এস.এস.সি পরীক্ষায় ‘প্রথম বিভাগ ও তিনি ১৯৮৭ সালে ‘কালীগঞ্জ কলেজ হতে এইচ.এস.সি পরীক্ষায় ‘প্রথম বিভাগ প্রাপ্ত হয়ে সফলতার সাথে উত্তীর্ন হন। ১৯৯১ সালে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ‘২য় শ্রেণী প্রাপ্ত হয়ে এল.এল.বি (অনার্স) ও ১৯৯২ সালে একই বিশ্ববিদ্যালয় হতে ‘২য় শ্রেণী প্রাপ্ত হয়ে এল.এল.এম ডিগ্রী অর্জন করেন।
চাকুরীজীবন:
তিনি বিগত ২৪/০৬/১৯৯৮ ইং তারিখে বাগেরহাট জেলা জজ আদালতে ‘সহকারী জজ’ হিসাবে প্রথম চাকুরীতে যোগদান করেন। এছাড়াও তিনি ১৯৯৯ সাল হতে ১১.০৯.২০০৩ ইং পর্যন্ত ঢাকা জেলা জজ আদালতে ‘সহকারী জজ হিসাবে, ২১.১০.২০০৪ ইং হতে ২৯.০৪.২০০৬ ইং পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতে ‘সিনিয়র সহকারী জজ হিসাবে, ৩০.০৪.২০০৬ ইং হতে ৩১.০১.২০০৭ ইং পর্যন্ত মহামান্য হাইকোর্ট বিভাগ, ঢাকায় ‘প্রথম সহকারী রেজিষ্ট্রার হিসাবে, ০১.০২.২০০৭ ইং হতে ২৪.১০.২০০৭ ইং পর্যন্ত ঢাকা জেলা জজ আদালতে ‘যুগ্ম জেলা ও দায়রা জজ হিসাবে, ২৫.১০.২০০৭ ইং হতে ০৭.১২.২০১১ ইং পর্যন্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকায় ‘অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট’ হিসাবে, ০৭.১২.২০১১ ইং হতে ২৫.০৪.২০১৩ ইং পর্যন্ত মহামান্য হাইকোর্ট বিভাগ, ঢাকায় ‘ডেপুটি রেজিষ্ট্রার হিসাবে, ২৮.০৪.২০১৩ ইং হতে ১২.০২.২০১৫ ইং পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা জজ আদালতে ‘অতিরিক্ত জেলা ও দায়রা জজ’ হিসাবে, ২২.০২.২০১৫ ইং হতে ২৩.০৭.২০১৫ ইং পর্যন্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিরাজগঞ্জ-এ ‘চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে, ২৯.০৭.২০১৫ ইং হতে ১৩.০৪.২০১৭ ইং পর্যন্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রাম-এ ‘চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসাবে, ২০.০৪.২০১৭ ইং হতে ১৯.০৪.২০১৮ ইং পর্যন্ত কিশোরগঞ্জ জেলা জজ আদালতে ‘অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসাবে, ২১.০৪.২০১৮ ইং হতে ২৭.০১.২০২০ ইং পর্যন্ত দুর্নীতি দমন কমিশন, ঢাকা এর প্রধান কার্যালয়ে ‘পরিচালক (প্রসিকিউশন)’ হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি বিগত ০৬.০২.২০২০ ইং তারিখে নেত্রকোণা জেলা জজ আদালতে ‘জেলা ও দায়রা জজ যোগদান করে অদ্যবদি পর্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন আসছেন। তিনি ১৪ তম বি.সি.এস (বিচার) ব্যাচের একজন সদস্য। তার সার্ভিস আই.ডি নম্বর- ১৯৯৮১১৮০১৮।
প্রশিক্ষণ:
তিনি ১৯৯৯ সালে বাংলাদেশ জনপ্রশাসন প্রশিক্ষণ সেন্টার এর অধীনে ২৪তম ফাউন্ডেশন ট্রেনিং, একই সনে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সস্টিটিউট এর অধীনে ১৯তম ফাউন্ডেশন ট্রেনিং, ৪৫তম রিফ্রেশার কোর্স, BILLA এর অধীনে Workshop on Judicial Administration, ২০১৪ সনে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সস্টিটিউট এর অধীনে ১২০তম রিফ্রেশার কোর্স, ২০২০ সনে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সস্টিটিউট এর অধীনে ১৪৩তম রিফ্রেশার কোর্স এবং ২০২১ সালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সস্টিটিউট এর অধীনে ২৫ তম বিচার বিভাগীয় প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি ২০০৩ সালে অস্ট্রিয়ার University of Vienna এর অধীনে Conference on 10th Willem C Vis International Commercial Arbitration Moot কোর্স ২০১৮ সালে অস্ট্রেলিয়ার Western Sydney University এর অধীনে Capacity Building for Judges কোর্স এবং ২০২৩ সালে ভারতের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমী, ভূপাল- এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।
বিদেশ ভ্রমণ:
তিনি তার শিক্ষাজীবনে ও চাকুরীজীবনে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো- জাপান, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া ও ভারত।