চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
মোশতাক আহাম্মদ
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
জনাব মোশতাক আহাম্মদ এর সংক্ষিপ্ত জীবন পরিচিতি
জনাব মোশতাক আহাম্মদ, চীফ জুডিসিয়াল ম্যাজিসস্ট্রট হিসেবে বিগত ২রা অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখে অত্র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নেত্রকোনা যোগদান করেন। তিনি ২৪ তম বিসিএস (বিচার) ব্যাচেরথেকে একজন সদস্য। তিনি বিসিএস (বিচার) বিভাগে ৩১ শে মে ২০০৬ তারিখে যোগদান করেন। তার সার্ভিস আইডি নং- ২০০৬২০২১২৫। শিক্ষা জীবনে তিনি এল.এল.বি এবং এল.এল.এম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিগ্রী অর্জন করেন। তার নিজ জেলা মানিকগঞ্জ। তিনি ৫৯ তম বেসিক ট্রেনিং কোর্স জুডিসিয়াল এডমিনিস্ট্রেশন এবং ৯৫ তম জুডিসিয়াল এডমিনিস্ট্রেশন ট্রেনিং কোর্স গ্রহন করেন।